ইউনেস্কো ই-৯ ফোরামের চেয়ারপার্সন হওয়ায় শিক্ষামন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন
বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি বিশ্বের অর্ধেক জনসংখ্যার ৯টি দেশ (বাংলাদেশ, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মিশর, মেক্সিকো ও নাইজেরিয়া) নিয়ে গঠিত ইউনেস্কো ই-৯ ফোরামের নতুন চেয়ারপার্সন হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন র্বাতায় তিনি বলেন এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বড় অর্জন যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এটি বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ।
গতকাল হোটেল রেডিসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউনেস্কোর ডিজি ইরিনা বোকোবার উপস্থিতিতে বিদায়ী চেয়ারপার্সন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে চেয়ারপার্সনের দায়িত্ব অর্পন করেন। মন্ত্রী পর্যায়ে এই ফোরামের দায়িত্বগ্রহণ স্বাধীনতার পর এটাই প্রথম। ##