
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ৫০তম বার্ষিকী
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ৫০তম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান গত (৩ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. শাহরিয়াল আলম এমপি উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।