আড়াইসিধা চকবাজারে শুভজন পাঠাগারের উদ্ধোধন
আশুগঞ্জের আড়াইসিধা চকবাজারে শনিবার বিকেলে শুভজন পাঠাগারের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নুরুল হক সাদেক মিয়া, অধ্যাপক শাহাজাহান ভূইয়া, খোকন আনসারী, নুরুন নেওয়াজ রানা প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, বর্তমান যুব সমাজ ও তরুনদের বিপতগামীত্যের হাত থেকে বাঁচাতে পাঠাগার গুরুত্বপুর্ন ভুমিকা করতে পারে। তিনি বলেন বর্তমান সরকার নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে সারাদেশে পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছে ।#
আরএইচ