সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জাবি প্রেসক্লাবের নিন্দা

সাম্প্রতিক সময়ে দেশের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। শুক্রবার জাবি প্রেস ক্লাবের সভাপতি রিজু মোল্লা ও সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া
স্বাক্ষ্যরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

Post MIddle

বিবৃতিতে তারা বলেন, ‘একটি দেশের সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করার অন্যতম কারিগর হচ্ছেন সংবাদকর্মীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের সাংবাদিকদের উপর সংঘটিত হামলা ও নির্যাতনের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মর্মাহত ও উদ্বিগ্ন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেভাবে একের পর এক হামলার শিকার হচ্ছেন তা মেনে নেওয়া যায় না। এ ধরণের হামলা সুস্থ সাংবাদিকতার পরিপন্থী যা পেশাজীবীসহ সাধারণ মানুষকে শঙ্কিত
করবে’।

নেতৃবৃন্দ এসময় সাংবাদিকদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট