ফেয়ার প্লে কাপে ইন্ডেপেন্ডেন্ট ও স্টেট ইউনিভার্সিটি সেমিফাইনালে

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার সুপার এইটের দুইটি ম্যাচ  শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে  অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় গ্রীন ইউনিভার্সিটির মুখোমুখি হয় ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং দুপুর একটা তিরিশ মিনিটে স্টেট ইউনিভার্সিটির মুখোমুখি হয় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

Post MIddle

দিনের প্রথম ম্যাচে টসে জিতে আইইউবি প্রথমে বল করার করার সিদ্ধান্ত নেয়। গ্রীন ইউনিভার্সিটি  ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০২ রান করে। জবাবে ১০৩ রানের টার্গেটে খেলতে নেমে আইইউবি ৭ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১০৩ রান সংগ্রহ করে।   তানভীর (অপরাজিত)   দলের পক্ষে ২৬ বলে ১৯ রান করেন ও বল হাতে ১ উইকেট নেন ।  ফলে ৩ রানের উইকেটের  জয় পায় আইইউবি। ম্যাচ সেরা হন আইইউবি তানভীর ।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে  এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে  ৭০ রানে হারিয়ে দেয় স্টেট ইউনিভার্সিটি । টসে জিতে স্টেট ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্টেট ইউনিভার্সিটি ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৪ রান করে। জবাবে ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ২ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে মাত্র ৮৪ রান সংগ্রহ করে। স্টেট ইউনিভার্সিটির শাকিল ৩৭ বলে ৪২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হন।  এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আজমির ২৪ বলে ৩০ রান করেন।##

পছন্দের আরো পোস্ট