
বিসিএস
বিসিএস এক আজব জিনিস
জুড়ি মেলা ভার
বন্ধুকে সে শত্রু বানায়
জুনিয়রকে স্যার ।
আমার ক্যাডার খুবি আপন
অন্য ক্যাডার পর
এমনই হয় রীতিনীতি
চাকরি পাওয়ার পর।
হোক সিনিয়র তবুও তো
নিজের ক্যাডার নয় !
সাহেব নামে ডাকি যে তাই
কক্ষনো স্যার নয় ।
আমার ক্যাডার মস্ত সাধু
অন্য ক্যাডার চোর
তাই কেড়ে নিয়ে ক্ষমতা তার
আনব নতুন ভোর ।
নয় নীতিবান তবুও যদি
নিজের ক্যাডার হয়
তার জন্য নামতে পারি
দল বেঁধে রাস্তায় ।
এমনতর রীতিনীতি
যদি না পাল্টায়
দেশটা যাবে রসাতলে
রবে না উপায় ।