বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে ঢাবিতে সেমিনার
জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে যুক্তরাষ্ট্রের United Religion Harmony Society (IRHS) এর অধিভুক্ত বাংলাদেশস্থ Inter Religion Harmony Society র উদ্যোগে ‘Religions are Many but Mankind is One ’ শীর্ষক এক সেমিনার আজ (৪ ফেব্রুয়ারি ২০১৭) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়।
সেমিনারে উদ্বোধনী ভাষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।