ঢাবি সোসিওলজি এলামনাই এসোসিয়েশনের প্রাণের মেলা
“আবার দেখা যদি হল সখা প্রাণের মাঝে আয়” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি এলামনাই এসোসিয়েশন-এর ‘প্রাণের মেলা-২০১৭’ আজ (৪ ফেব্রুয়ারি ২০১৭) শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।