ঢাবিতে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক ছাত্র সম্মেলন
ঢাকা ইউনিভার্সিটি সাইন্স সোসাইটি এবং আই ই ই ই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ-এর যৌথ উদ্যোগে “2nd Student Conference on Science and Engineering”-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২০১৭ সকালে বিশ্ববিদ্যালয় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. হাফিজ হাসান বাবু।
দিনব্যাপী এই কনফারেন্সে জেনারেল চেয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল। ##