এশিয়া প্যাসিফিকে সেমিনার
গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকার প্রাণকেন্দ্র গ্রিনরোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসী বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “অ্যাব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপলিকেশন ফর স্টেরাইল প্রোডাক্ট” শিরোনামে একটি সেমিনার।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জামান (সিনিয়র সাইনটিস্ট, আর এন্ড ডি, একরন ফারমাসিউটিক্যালস, ইউ.এস.এ)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ স্বর্ণালী ইসলাম খন্দকার এবং প্রফেসর ডঃ মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া। এছাড়া ফার্মেসী বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে এবং উপস্থাপনার কাজে নিয়োজিত ছিলেন লেকচারার মোহাম্মাদ আবু সুফিয়ান।
সেমিনার শেষে প্রধান বক্তার হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ স্বর্ণালী ইসলাম খন্দকার ।#
আরএইচ