স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ
সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহযোগিতায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার গারলঝড়া ১,২ ও গাওচুলকায় বিলুপ্ত ছিটমহলে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উক্ত এলাকায় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করে। দলটিকে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ- ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী। উক্ত এলাকায় প্রায় ৬০০ পরিবারের মধ্যে বিপুল সংখ্যক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে স্টামফোর্ডকে স্থানীয়ভাবে সহযোগিতা করেন ভুরুঙ্গামারী উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাদুল হক মন্টু এবং বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাহফুজ ইলাহী খসরু।#
আরএইচ