ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির ভলিবল টুর্নামেন্ট

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির আন্তঃ হাউজ ভলিবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা পৃথকভাবে অনুষ্ঠিত খেলায় বালকদের মধ্যে চ্যাম্পিয়ন হয় দুর্বার হাউজ। রানার আপ হয় দুরন্ত হাউজ। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় দিগন্ত হাউজ এবং রানার আপ হয় দুর্জয় হাউজ। বালকদের মধ্যে ৪৪৪২ নাদিম রহমান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। বালিকাদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ১৯২১ পূন্যতা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

আরএইচ

পছন্দের আরো পোস্ট