রাজশাহীতে রেডিও জার্নালিজম ট্রেনিং কোর্স শুরু

সামাজিক শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় মিডিয়ার মাধ্যমে তারুণ্যের কণ্ঠ জাগিয়ে তোলার অভিপ্রায়ে রাজশাহীতে বুধবার থেকে শুরু হয়েছে “বেসিক রেডিও জার্নালিজম এন্ড রিপোর্টিং ট্রেনিং” কোর্স।

Post MIddle

গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) এবং রেডিও পদ্মা ৯৯.২এফএম-এর উদ্যোগে এই ট্রেনিংটি রাজশাহী পোষ্টাল একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৩০ জন তরুণ যুবা অংশ নিচ্ছে।

এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ এবং সিসিডি’র পরিচালক জি এম মুরতুজা।

কোর্সটি সমন্বয় করছেন সিসিডি’র প্রোগ্রাম অর্গানাইজার সাদী মাহমুদ, আবু জাফর ও আতিক সাদ্দাম।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট