চুয়েটে পানি সম্পদ প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বাংলাদেশ নদীমাতৃক। এ দেশের অনেক নদী বর্তমানে ব্যবহার অনুপযোগী। অনেক নদী আমরা হারিয়ে ফেলেছি। যেগুলো আছে সেগুলোকে এখন ব্যবহার উপযোগী রাখতে হবে। এসব নদীর কার্যকারিতা বাড়িয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে আরো বেশি হারে কাজে লাগাতে হবে। এজন্য মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে। তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে যুগোপযোগী কর্মপরিকল্পনা এগিয়ে নিতে হবে।
তিনি আজ (২ ফেব্রুয়ারি,২০১৭) বৃহস্পতিবার চুয়েটের সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ডস্লাইড রিসার্চ (সিআরএইএলএসআর) আয়োজিত ‘এপ্লিকেশন অব নিউমারিক্যাল মডেলিং ইন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিনদিনব্যাপী ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Post MIddle
সিআরএইএলএসআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেন্টার ফর এনভায়রণমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মমিনুল হক সরকার, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক প্রমুখ।
পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিআরএইএলএসআর-এর গবেষণা প্রভাষক মি. আহাদ হাসান তানিম।
পছন্দের আরো পোস্ট