ফেয়ার প্লে কাপে ইউল্যাব ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সেমিফাইনালে
দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার সুপার এইটের দুইটি ম্যাচ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর মুখোমুখি হয় ইউনাটেড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং দুপুর একটা তিরিশ মিনিটে ইউল্যাব এর মুখোমুখি হয় স্টেট ইউনিভার্সিটি।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে স্ট্যামফোর্ড প্রথমে ব্যাট করার করার সিদ্ধান্ত নেয়। স্ট্যামফোর্ড ১০ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১২২ রান সংগ্রহ করে। লিটন দলের পক্ষে ১৩ বলে ৩১ রান করেন ও বল হাতে ২ ওভারে ১০ রান দিয়ে দুইটি উইকেট নেন । জবাবে খেলতে নেমে ইউআইইউ ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৯ রান করে। ইউআইইউ এর আনসারি চার ওভারে ১৯ রান দিয়ে ৪ টি ইউকেট নেন। ১৩ রানের ব্যাবধানে জয় পায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি । ম্যাচ সেরা হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লিটন।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ইস্টার্ন ইউনিভার্সিটিকে ৬৬ রানে হারিয়ে দেয় স্বাগতিক ইউল্যাব । টসে জিতে ইউল্যাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইউল্যাব ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৮ রান করে। জবাবে ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ইস্টার্ন ইউনিভার্সিটি ১.৫ ওভার বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে ১২২ রান সংগ্রহ করে। ইউল্যাব এর অভিক দুইটি ৬ ও ১১ টি ৪ হাকিয়ে ৫৪ বলে ৮৬( অপরাজিত) রান করে।জেসি ৪৮ বলে ৭০ রান করেন ও ৩.১ ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন। ইস্টার্ন ইউনিভার্সিটির রিফাত ৪৭ বলে ৫৯ রান করেন।
শুক্রবার ৩ ফেব্রুয়ারী গ্রিন ইউনিভার্সিটির মুখোমুখি হবে আইইউবি ও স্টেট ইউনিভার্সিটির মুখোমুখি হবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। ##