জাবিতে বায়োটেকনোলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এনআইবি’র যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এনআইবি’র সেমিনার হলে ‘Workshop on Curriculum Harmonization of Tertiary Level Biotechnology Education In Banglaladesh : Vision 2041’ ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথির ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ভাষা শেখার ওপর বিজ্ঞানীদের সাফল্য নির্ভর করে। ভাষা মানুষের সহজবোধ্য হলে বিজ্ঞান মানব কল্যাণে অধিক কাজে আসে। মন্ত্রী বায়োটেকনোলজির ছাত্র-শিক্ষকদের মধ্যে শিক্ষা ও কারিকুলামে অভিন্নতা প্রতিষ্ঠা এবং সময়ের চাহিদা পূরণে নতুন নতুন বিষয় নিয়ে গবেষণার আহবান জানান।
বিশেষ অতিথির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রয়োজন চিহ্নিত করে কর্মপরিকল্পনা করতে হবে। শিক্ষার্থীদের যাত্রাপথ ভিন্নতা হলেও জাতির প্রয়োজন মেটাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন এনআইবি’র মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ। কর্মশালায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। ##