জাবি বায়োকেমেষ্ট্রি জার্নাল ক্লাবের কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নবগঠিত বায়োকেমেষ্ট্রি জার্নাল ক্লাবের (জেবিজেসি) এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৪১তম ব্যাচের মো. মারজান সরকারকে সভাপতি ও ৪২তম ব্যাচের মো. আবু-রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Post MIddle

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি উম্মে মাহফুজা শাপলা, ইকবাল, খালেক, সাদেক, জাহিদ, সোলাইমান যুগ্ম সাধারণ সম্পাদক- মো:কামরুল ইসলাম, ফালগুনি আহমেদ, কোষাধ্যক্ষ মো:আলমগীর কবীর , প্রচার- সম্পাদক জনাব রায়হান আহাম্মদ, আইটি সম্পাদক নাহিদা আফরোজ মিম, সাংগঠনিক সম্পাদক মো:ইয়াছির হামযা, দপ্তর সম্পাদক মো:মাসুম বিল্লাহ সুমন, মাহরুবা সুলতানা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো:জাহিদুল ইসলাম জাহিদ, ক্রিয়া সম্পাদক মো:মাহমুদুল ইসলাম মহসিন।

এছাড়াও কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন-পঙ্কজ কান্তি দত্ত, জান্নাতুল ফেরদৌস, মিজানুর রহমান, মেহেদি হাসান , শামিমা জাহান, সজীব কুমার সাহা, তরিকুল ইসলাম, নূরুল মোস্তফা করীম বশীর, সজীব কুমার হালদার, মো:পারভেজ, ফরহাদ উদ্দীন, সেলিম রেজা, ফারজানা মিম, সারোয়ার পারভেজ, মশিওর রহমান দীপ্ত, হিমেল দত্ত, শাহীন শেহজাদ, এস এম শফিউল আলম, ইসরাত জাহান, মো:মাহমুদুল হাসান।

এর আগে গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক গবেষণাপত্র উপস্থাপন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে গবেষণাপত্র উপস্থাপনা করেন বিভাগের প্রাক্তন ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড.সত্ত রঞ্জন সরকার।

এসময় ড. মাহবুবুল মোরশেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল হোসেন, ড. মো আশরাফুল ইসলাম (সজীব), ড. মো: তারেক আহামেদ, ড. মো. নজিবুর রহমান প্রমুখ।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো:মারজান সরকার বলেন,,তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করার জন্য আমরা কাজ করে যাব।

অনুষ্ঠান শেষে সংগঠনটির প্রধান উদ্যোক্তা জনাব ড.মাহবুবুল মোরশেদ বলেন, উন্নত গবেষণা ব্যতীত একটি দেশ কখনো সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না।

প্রসঙ্গত, গবেষণায় বিজ্ঞানের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে, এমন মনোভাব পোষন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে গঠিত হয়েছে এ সংগঠনটি। বিভাগের গবেষণাধর্মী শিক্ষক ড.মাহবুবুল মোরশেদ এবং বিভাগের অন্যান্য শিক্ষক এর উদ্যোগে ২০১৬ সালের ১৫ নভেম্বর জাহাঙ্গীরনগর বায়োকেমেষ্ট্রি জার্নাল ক্লাব (জেবিজেসি) নাম ধারন করে এ সংগঠন যাত্রা শুরু করে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট