গণস্বাস্থ্য মেডিকেল কলেজে বাণী অর্চনা অনুষ্ঠিত

সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় বুধবার (১ ফেব্রুয়ারী) সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত হয়।

Post MIddle

সনাতন বিদ্যার্থী পরিষদ- গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ শাখার আয়োজনে গণ বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস(৩)-এ অনুষ্ঠিত এই উৎসবে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরশিক্ষার্থী ছাড়াও মেডিকেল কলেজের সকলব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সকালে জ্ঞানও ললিতকলার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষানুরাগী ভক্তরা পুষ্পার্ঘ্য অঞ্জলি দেন। অজ্ঞতার অন্ধকার থেকে নিজেকে আলোর পথে উৎসারিত করতে দেবীর পায়ে এইপ্রণতি জানায় সবাই। পূজায় দেশের সব বিদ্যার্থীদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সনাতন বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রত্যয় চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক নির্ঝর কুমার মণ্ডল,উপদেষ্টা ফিজিওথেরাপী বিভাগীয় প্রধান ডাঃ স্মরণরাজ পালানিভ, ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ কুমার দাস,ফিজিওলজি বিভাগের ডাঃ বিভাস পাল সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক এবংহাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরিষদের সভাপতি প্রভাত মন্ডল বলেন, “রক্তপাতহীন অসাম্প্রদায়িক ভালোবাসাময়শান্তির এক পৃথিবীর প্রত্যাশায় গত বছরের ন্যায়আমাদের এইবারের আয়োজন। আমাদের প্রত্যাশা, সবার মাঝে শুভবুদ্ধির উদয় হোক, শুভচেতনার জয় হোক, মানুষের পাশে দাঁড়াকমানুষ।” পূজা শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়#

আরএইচ

পছন্দের আরো পোস্ট