তালতলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানে লাবসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

Post MIddle

এসময় তিনি বলেন, ‘ মানুষ হলে চলবে না, লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে। তাহলেই সমাজ ও দেশকে অনেক কিছু দেওয়া সম্ভব হবে। ভালো মানুষ হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে হলে গরীব মানুষকে ভালবাসতে হবে। তাহলে আগামী দিনে তোমরা দেশের নেতৃত্ব দিতে পারবে। ’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রফিকুল ইসলাম রানা, আবিদার রহমান, মনিন্দ্রনাথ দাস, নাজমা সুলতানা, ভোলানাথ দে প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৬টি বিদ্যালয়ের ২৯ জন এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহাসেনুল হাবিব মিন্টু।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট