আন্তঃবিশ্ববিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতায় ইবি শিক্ষার্থীদের কৃতিত্ব

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সঙ্গীত প্রতিযোগিতা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দু’টি ইভেন্টে কৃতিত্বের সাক্ষর রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভক্তিমূলক গানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্থ প্রতিম মিস্ত্রি দ্বিতীয় এবং রবীন্দ্র সঙ্গীতে সুপ্রিয়া সিংহ রায় তৃতীয় স্থান অধিকার করেছে। এই প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধিত্ব করছেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান।

Post MIddle

এ গৌরব অর্জন করায় পার্থ প্রতিম মিস্ত্রি ও সুপ্রিয়া সিংহরায়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট