রুয়েটে দুই সিরিজের কার্যক্রম স্থগিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে চলমান আন্দোলনে উদ্ভুদ পরিস্থিতি এড়াতে ১৪ ও ১৫ সিরিজের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২য় বর্ষ বিজোড় (২০১৫ সিরিজ) এবং ২য় বর্ষ জোড় (২০১৪ সিরিজ) সেমিষ্টারসমূহের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। একাডেমিক কাউন্সিলের ৮৬তম জরুরী সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই আদেশ জারী করা হয়েছে।
তবে অন্যান্য বর্ষের সকল সিরিজের যাবতীয় একাডেমিক কার্যক্রম যথারীতি নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ রফিকুল আলম বেগ রুয়েট ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।##