আইইউবিতে জনস্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেট কোর্স
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, কলেজ পার্ক-এর যৌথ পরিচালনায় বৈশ্বিক শ্রেণিকক্ষ উদ্যোগের অধীনে “বর্তমান, ক্রমবর্ধমান এবং পরিবেশগত জনস্বাস্থ্য ঝুঁকি” শীর্ষক সার্টিফিকেট কোর্স আইইউবি’র নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় সমাপ্ত হয়েছে।
চার মাস মেয়াদী এই সার্টিফিকেট কোর্স আইইউবি’র স্কুল অব পাবলিক হেল্থ-এর অধীনে সেপ্টেম্বর – ডিসেম্বর ২০১৬ পর্যন্ত পরিচালিত হয়।
কোর্সের ভার্চুয়াল ক্লাসের পাশাপাশি মাঠ পর্যায়ে গবেষণার কাজে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । এই ধারাবাহিকতায় পরবর্তী কোর্সটি ২০১৭ সালের অটাম সেমিস্টার থেকে শুরু হবে।
যৌথ সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তির পর আইইউবি’র উপাচার্য এবং স্কুল অব পাবলিক হেল্থ-এর ডিন অধ্যাপক এম ওমর রহমান আজ (৩১ জানুয়ারি ২০১৭) মঙ্গলবার তাঁর নিজস্ব কার্যালয়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় কোর্সের শিক্ষক ড. শামসুন নাহার আহমেদ উপস্থিত ছিলেন।