কাব্যের জল

কাব্যের জল শুকিয়ে গেছে কবেই

এখন জিবের জল চিবিয়ে খাই,

জানি তুমি হাসছো কটাক্ষ করে

ভুল করে তোমার পথেই ফিরে যাই।

নিজের মানচিত্র এঁকে সীমানা গেড়েছি বারবার

তলিয়েছি ভ্রমের তলায়,

Post MIddle

বৈরিতায় আমার নিশান ছারখার

মুখ বুজে বসে পরি তোমার বেলায়।

গদ্যের ঢেউ থেমেছে কবেই

এখন ঘর্মাক্ত দেহ নিয়ে বয়ে বেড়াই,

জানি তুমি হাসছো কটাক্ষ করে

ভুল করে তোমার পথেই ফিরে যাই।

পছন্দের আরো পোস্ট