বিইউএফটিতে ১৩১ ব্যাচের র্যাগ ডে উদযাপন
১৩১ ব্যাচ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির ২য় ব্যাচ এবং বিইউএফটিতে ১৩১ ব্যাচ একটি অনুপ্রেরণার ব্যাচ। বিইউএফটি ইতিহাসে সকল ক্লাবের নেতৃত্বদান কারী ব্যাচ ১৩১, যারা বিইউএফটি ইতিহাসে সারাদিন ব্যাপী র্যাগ ডে উদযাপন করে ক্যাম্পাসের নিচে। র্যালী, ব্যান্ড ফেস্ট, নাটক এবং জমকালো ফ্যাশন শো এর মধ্যমে সারাদিন ক্যাম্পাস প্রাঙ্গণ মেতে ছিলো গত ২৮ জানুয়ারি।
এই আয়োজনের অন্যতম সংঘটক ১৩১ ব্যাচের মেধাবী ডিজাইনার রাজ মাহবুব এবং মাসুদ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন “ইট পাথরের ক্যাম্পাসে রেখে যাচ্ছি সুখের, আশার, ভালোবাসার স্মৃতি”। র্যাগ ডে ১৩১ ব্যাচের শিক্ষার্থীরা শপথ নেয় তাদের পরিশ্রম এবং মেধা দিয়ে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এই গার্মেন্টস শিল্প কে এগিয়ে নিয়ে যাবে। #
আরএইচ