জাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র ইউনিয়ন সংসদ ২৬ জানুয়ারি তেল, গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বিরোধী হরতালে পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় ঘুরে ট্রান্সপোর্ট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্র ইউনিয়নের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা হরতালে পুলিশী হামলার প্রতিবাদ এবং রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করে।#
আরএইচ