চৌধুরী নাফিজের ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পুরস্কার গ্রহন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পুরস্কার-২০১৭’ অর্জন করেছেন। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ-এর ১০৬তম জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে গত ২৭ জানুয়ারি, ২০১৭ স্বাধীনতা সংসদ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ড. চেীধুরী নাফিজ শারাফাত উক্ত পুরস্কার গ্রহন করেন।
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম প্রধান বিচারপতি এবং বিশিষ্ট বুদ্ধিজীবী নেতা ছিলেন। তার জীবন ও কর্মে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এ পুরস্কার প্রদান করা হয়।