কে এল জুবলী স্কুল এন্ড কলেজের সার্ধশত বার্ষিকী
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বাংলাদেশ শিক্ষাসহ প্রতিটি সেক্টরে অগ্রগতি অর্জন করেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এসব অগ্রগতি অর্জন করেছে। শিক্ষাখাত তার মধ্যে অন্যতম।
মন্ত্রী শনিবার ঢাকায় বকশীবাজারে কে এল জুবলী (কিশোরী লাল জুবলী) স্কুল এন্ড কলেজের সার্ধশত বার্ষিকী (১৫০ বছর) উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য শিক্ষার হার ১০০ ভাগে উন্নীত করা। আর এ উদ্দেশে সরকার কাজ করে যাচ্ছে। অতীতে কোন সরকারই শিক্ষা ক্ষেত্রে এরূপ দৃষ্টি দেয়নি। এখন বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। অতীতে যা কখনই করা হয় নাই।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা খরচে পড়ালেখার সুযোগ দেয়া হয়েছে। ছাত্রছাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। তাই ভালভাবে পড়ালেখা না করলে, ভাল রেজাল্ট না করলে, ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এল জুবলী ( কিশোরী লাল জুবলী) স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা বোর্ডের সভাপতি মো. সাঈদ।