ইউল্যাব ফেয়ার প্লে কাপে স্ট্যামফোর্ড ও গ্রীনের জয়

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা চতুর্থ দিনে  শনিবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর মুখোমুখি হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও দুপুর একটা তিরিশ মিনিটে ইস্টার্ন ইউনিভার্সিটি এর মুখোমুখি হয় গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ । খেলা দুটি অনুষ্ঠিত হয় ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদ্দাম ৪৪ বলে ৫৪ রান করেন। ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে মাত্র ৯৩ রান করেই গুটিয়ে যায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। ৫২ রানের ব্যাবধানে জয় পায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির জয় দলের পক্ষে ৩০ বলে ৩৫ রান করেন। ম্যাচ সেরা হন বিজয়ী দলের সাদ্দাম ।

Post MIddle

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে গ্রীন ইউনিভার্সিটি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ছয় উইকেট হারিয়ে ১৫১ রান করে। দলের পক্ষে শিম্মন ৪২ বলে ৬৪ রান করেন l ২১ রানে ২৭ রান করেন সাইফুল , সাথে বল হাতে মাত্র ২৯ রান দিয়ে চার ইউকেট তুলে ম্যাচ সেরা হন । জবাবে ইস্টার্ন ইউনিভার্সিটি ১৪.৩ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুনঃ http://cricket.ulab.edu.bd

রবিবার ২৯ জানুয়ারী, ২০১৭ সকাল সাড়ে নয়টায় স্টেট ইউনিভার্সিটি এর মুখোমুখি হবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এবং দুপুর একটা তিরিশ মিনিটে ব্র্যাক ইউনিভার্সিটি এর মুখোমুখি হবে ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ##

পছন্দের আরো পোস্ট