মাভাবিপ্রবি টেক্সটাইল বিভাগের পূর্ণমিলনী ১০ ফ্রেব্রুয়ারি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম পূর্ণমিলনী আগামী ১০ ফ্রেব্রুয়ারী শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্যাকাল্টি মেম্বার সুব্রত দাশ বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বিভাগ। এ বিভাগ উচ্চ শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে। বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ পেশায় সাফল্যের পাশাপাশি জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। পূর্ণমিলনীর মাধ্যমে সকলের অভিক্ষতা একে অপরের সাথে ভাগাভাগি করার সুযোগ পাওয়া যায়। পূর্ণমিলনী সকলের মধ্যে একটা সেতু বন্ধন তৈরিতে ব্যাপক ভুমিকা রাখবে বলেও মনে করেন সুব্রত।
দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও একই বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে বিদেশে বিশেষ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। এ সাফল্যে আমরা গর্বিত। মাহবুব বলেন, পূর্ণমিলনী শুধু মাত্র একত্রিত হওয়া নয়, এর মাধ্যমে সকলের মধ্যে বন্ধন দৃঢ় হয়।##