ঢাবি উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পুনর্মিলনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে সম্মাননা প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ জেড এম নওশের আলী খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী আবদুল ফাত্তাহ্। ##

পছন্দের আরো পোস্ট