জাককানইবিতে চলচ্চিত্র উৎসব শুরু রোববার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে INK: English Department Literary Club প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে টানা ২ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি অন্যতম আকর্ষণ সিনেমা। বিশ্ববিদ্যালয় জীবনের রঙ্গীন সময়টাকে আরও একটু রাঙ্গিয়ে তুলতে এই চলচ্চিত্র উৎসব।

Post MIddle

বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিন ব্যাপী এই উৎসবের শুরুতেই পরিবেশিত হবে জহির রায়হানের উপর নির্মিত একটি ভিডিওগ্রাফি৷ এরপর দুই দিনে সর্বমোট ৬টি সিনেমা পরিবেশিত হবে৷ প্রতিদিন তিনটি করে শো থাকবে; সকাল, দুপুর ও সন্ধ্যায়।

২৯ জানুয়ারী (রবিবার) ১১ টায় প্রদর্শিত হবে – Pride & Prejudice, দুপুর ২:৩০ টায়- অশোনি সংকেত, এবং ৫:৩০ টায়- The Tempest । ৩০ জানুয়ারী (সোমবার) ১১ টায় প্রদর্শিত হবে – Tess, দুপুর ২:৩০ টায়- Rosencrants & Gulldenstem Are Dead, এবং সবশেষে ৫:৩০ টায় Guide। সিনেমাগুলো কলা ভবনের ২য় তলায় ২০৯ রুমে প্রদর্শিত হবে। ফিল্মের শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ১০টাকা।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট