খুবির ভাস্কর্য ডিসিপ্লিনে সমাজ উন্নয়নে শিল্পকলার ভূমিকা শীর্ষক সেমিনার

বৃহস্পতিবার সকাল ১১টায় কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত সমাজ উন্নয়নে শিল্পকলার ভূমিকা শীর্ষক তিনদিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও উন্মুক্ত বিশ্বমেটাল ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) জাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেশবরেণ্য শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর হামিদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) চৈতন্য কুমার মল্লিক।

Post MIddle

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ তরিকত ইসলাম, বিমানেষ চন্দ্র বিশ্বাস, ভাষ্কর্য ডিসিপ্লিনের প্রভাষক নিখিল রঞ্জন মিত্র ও শিক্ষার্থীদের মধ্যে ভাস্কর্য ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ছাত্র নাফিজুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট