ফেয়ার প্লে কাপে সুপার এইটে পৌঁছে গেল ইউল্যাব

দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ৩য় দিনে বৃহস্পতিবার  (২৬ জানুয়ারি)  স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ মুখোমুখি হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং স্বাগতিক ইউল্যাব মুখোমুখি হয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর। খেলা দুটি অনুষ্ঠিত হয় ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে। ৪৮ রান সংগ্রহ করে।দলের পক্ষে মাহি ৩৮ বলে ৫৮ রান করেন। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে মাত্র ৮৮ রান করেই গুটিয়ে যায় ইউনাইটেড ইউনিভার্সিটি। ৬০ রানের ব্যাবধানে জয় পায় স্টেট ইউনিভার্সিটি। ইউনাইটেড ইউনিভার্সিটির আনসারি দলের পক্ষে ৩৭ বলে ৩১ রান করেন।ম্যাচ সেরা হন স্টেট ইউনিভার্সিটির মাহি।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে ২৮ রানে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল ইউল্যাব। টসে জিতে ইউল্যাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইউল্যাব আট উইকেট হারিয়ে ১৯২ রান করে।দলের পক্ষে নোমান ৪৩ বলে ৬৪ ও হাসানুজ্জামান ৩১ বলে ৫৭ রান করেন। জবাবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ২০ ওভারে ১৬৪ রান করতে সক্ষম হয়। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বাসিত দলের পক্ষে ২৪ বলে ৪১ রান করেন। করেন।ম্যাচ সেরা হন ইউল্যাবের মোঃ হাসানুজ্জমান। টুর্নামেন্টের উদ্বোধনই ম্যাচেও ব্র্যাক ইউনিভার্সিটিকে ৯১ রানের বিশাল ব্যাবধানে উড়িয়ে সুপার এইট নিশ্চিত করল ইউল্যাব।

অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুনঃ http://cricket.ulab.edu.bd

Post MIddle

শনিবার ২৮ জানুয়ারী, ২০১৭ সকাল সাড়ে নয়টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর মুখোমুখি হবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ , এবং দুপুর একটা তিরিশ মিনিটে ইস্টার্ন ইউনিভার্সিটি এর মুখোমুখি হবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করছে ১২ টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ইউল্যাব আশা করে, এ উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাব এরই প্রতিযোগিতার মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ পায়। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।##

পছন্দের আরো পোস্ট