কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার

কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে যৌথভাবে সামজিক সংলাপ এবং সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছে নয়টি আন্তর্জাতিক ও জাতীয় শ্রমিক অধিকার সংগঠন।

Post MIddle

বুধবার (২৫ জানুয়ারি, ২০১৭) রাজধানীর ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার কক্ষে বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি) আয়োজিত এক সমন্বয় সভায় এ অঙ্গীকার বাস্তবায়নে কর্মকৌশল গ্রহণ করা হয়।

শ্রমিক অধিকার সংগঠন- নেদারল্যান্ডস ভিত্তিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন এফএনভি, ইন্ডাস্ট্রিঅল, ফেয়ার অয়্যার ফাউন্ডেশন, বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি), বাংলাদেশ ইন্ডাস্ট্রিঅল কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ), আওয়াজ ফাউন্ডেশন এবং কর্মজীবী নারী ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সংগঠনের প্রতিনিধিরা দক্ষিণ এশিয় দেশের ট্রেড ইউনিয়নগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামাজিক সংলাপ, সচেতনতা বৃদ্ধি, আইন প্রণয়ন এবং নীতিগত সংস্কারের মাধ্যমে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিক এবং গৃহভিত্তিক শ্রমিকদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্মূলে কাজ করবে।

এজন্য ওশি ফাউন্ডেশনসহ ছয়টি শ্রমিক অধিকার সংগঠন ভারতের তামিলনাডুতে দেশটির ট্রেড ইউনিয়নগুলোর অভিজ্ঞতা নিতে সফর করবে।

দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওশি ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাকি রেজওয়ানা। এসময় উপস্থিত ছিলেন এফএনভির পলিসি অফিসার উইলমা রুজ, এফএনভির আঞ্চলিক সমন্বয়ক প্রভু রাজেন্দ্রান, ইন্ড্রাস্ট্রিঅল দক্ষিণ এশিয় সেক্রেটারি অপুর্ভা কাইওয়ার, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার, সেভ ইন্ডিয়ার প্রতিনিধি গীতা মেনন, বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন মাহমুদ, শ্রমিক নেতা নাজমা আক্তার, কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, বিএলএফ-এর নির্বাহী পরিচালক আশরাফ উদ্দিন, ফেয়ার অয়্যার ফাউন্ডেশনের জাতীয় প্রতিনিধি বাবলুর রহমান এবং সফররত ভারতীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট