২৩ ফেব্রুয়ারি চুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীর লেভেল-১ এর “ওরিয়েন্টেশন” আগামী ২৩ ফেব্রুয়ারী, ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং ঐ দিন থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। গত ৫ নভেম্বর, শনিবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তিকৃত বিভাগ ও আসন সংখ্যাঃ
বিভাগসমূহঃ Civil Engineering-১৩০টি, Computer Science and Engineering-১৩০টি, Electrical and Electronic Engineering-১৩০টি, Electronics and Telecommunication Engineering ৩০টি,Mechanical Engineering-১৩০টি, Petroleum and Mining Engineering-৩০টি, Civil and Water Resources Engineering-৩০টি, Mechatronics and Industrial Engineering-৩০টি, Mechatronics and Industrial Engineering-৩০টি এবং Urban and Regional Planning – ৩০টি, সর্বমোট ৭০০টি আসন।
এ ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ০১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টি সহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। ভর্তির জন্য অন্য কোন ধরণের আসন সংরক্ষিত নেই।