
ঢাবিতে সংগীত উৎসবের সমাপনী
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী সংগীত উৎসবের সমাপনী অনুষ্ঠান বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। এছাড়া, অনুষ্ঠানের ২য় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং ভারত ও চীন’-এর আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।##