কুয়েট বঙ্গবন্ধু হলে বার্ষিক প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী
“শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হতে। শিক্ষা, গবেষনা আর নতুন নতুন আবিস্কারের কোন বিকল্প নেই। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে হলে প্রকৌশলীদের কোন বিকল্প নেই”। ২৫ জানুয়ারি বুধবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বার্ষিক প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোষ্ট ও সহকারী প্রভোষ্টগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।