
সাভারে সাংবাদিক মারধরের অভিযোগে গবিসাসের নিন্দা
সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মিঠুন সরকারকে মারধর ও চাঁদা দাবির অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে গবিসাস কার্যালয়ে গবিসাস সভাপতি এস এম আহমেদ মনি এবং সাধারণ সম্পাদক তাজবিদুল ইসলামের যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় তারা। উক্ত ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক মারধর ও চাঁদা দাবির ঘটনা আসলেই দুঃখজনক এবং নিন্দনীয়।
এদিকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে সাভার মডেল থানার এক দারোগাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি (সিআর মামলা নং-৫১/২০১৭) দায়ের করেন সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার।#
আরএইচ