রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর শীতবস্ত্র বিতরণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ছাত্রদের সংগঠন রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী,রোটারেক্ট ক্লাব অব টাঙ্গাইল সিটি এবং রোটারেক্ট ক্লাব অব টাঙ্গাইলের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ক্লাবের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার অসহায়,দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করেন।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন,লাইফ সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম,বিজ্ঞান অনুষদের ডীন ড. পিনাকী দে,রোটারেক্ট ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি দীপক কুমার সাহা,রোটারেক্ট ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি তাহমিনা খান মিতু এবং রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর সভাপতি তাহমিদুল ইসলাম প্রমুখ।#
আরএইচ