চুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ গতকাল (২৩ জানুয়ারি) সোমবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ঘোষিত নির্বাচনের ফলাফলে নির্বাচিতগণ হলেন সভাপতি-তত্ত্বাবধায়ক প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, সহ-সভাপতি ডেপুটি রেজিস্ট্রার নাজনীন আক্তার, সাধারন সম্পাদক টেকনিক্যাল অফিসার সৈয়দ মোহাম্মদ ইকরাম, যুগ্ম সাধারন সম্পাদক সহকারী কম্পট্রোলার মো: ইউছুপ, সাংগঠনিক সম্পাদক টেকনিক্যাল অফিসার কাজী শাহেদ হাসান, অর্থ সম্পাদক প্রকিউরমেন্ট অফিসার মো: আবুল মনসুর ফয়সাল, ক্রীড়া সম্পাদক সহকারী প্রকৌশলী সাগর তালুকদার, দপ্তর সম্পাদক মো: নুর উদ্দীন চৌধুরী, প্রচার সম্পাদক সহকারী টেকনিক্যাল অফিসার মুহাম্মদ মোরশেদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক নার্স রূপনা দাশ, নির্বাহী সদস্য সহকারী প্রোগ্রামার সুদীপ তালুকদার, সহকারী প্রকৌশলী আমিন মো: মুসা, সহকারী প্রকৌশলী মো: আব্দুল গাফফার, মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ শাহাবুদ্দিন, সিকিউরিটি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান।
এদিকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময়কালে রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী,দ্বিবাষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রধান প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো: শাহাদাত হোসেন এবং বিজয়ী ও পরাজিত উভয় প্যানেলের প্রতিনিধিগণসহ অফিসার্স এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।