ইসলামী আরবি ভার্সিটির অধীনে ফাজিল (পাস) ১ম বর্ষের পরীক্ষা শুরু

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বারের মতো সারাদেশে একযোগে ফাজিল (পাস) ১ম বর্ষের পরীক্ষা রোববার শুরু হয়েছে। দেশের ১ হাজার ২৭২টি ফাজিল ও কামিল মাদ্রাসার ২৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় ৩৮ হাজার ৩৪২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

Post MIddle

রোববার উলূমুল কুরআন ওয়াল হাদিস (তাফসীরুল কোরআন) এবং তাফসীরুল কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাল উলূমুল কোরআন ওয়াল হাদিস (আল হাদিস) এবং আল হাদিস ও আরবি, ২৬ জানুয়ারি, উলূমুল কোরআন ওয়াল হাদিস (আল আকাইদ আল ইসলামিয়্যাহ) এবং আল আকাইদ ও আল ফিকহ, ২৯ জানুয়ারি, বাংলা (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট