ঢাবি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সনদপত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের ৭ম ও ৮ম ব্যাচের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং সার্টিফিকেট ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠান ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।#
আরএইচ