কানাডিয়ান ইউনিভার্সিটিতে স্টিল ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্কুল অব কমিউনিকেশন্সের উদ্যোগে ‘লাইফ ইন মেট্রো’ শীর্ষক স্টিল ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত (২১ জানুয়ারি,২০১৭) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১২৯ জন প্রতিযোগি ৪৫০টি ছবি জমা দেয়। এরমধ্য থেকে ৪৮ জন প্রতিযোগির নির্বাচিত ৪৮টি ছবি নিয়ে প্রতিযোগিতার মূলপর্ব পরিচালিত হয়।

Post MIddle

এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব চৌধুরী নাফিজ শারাফাত। প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার এবং সমাপনি বক্তব্য দেন ইউনিভার্সিটি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জেমস গোমেজ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল অব কমিউনিকেশন্সের কো-অর্ডিনেটর ও ফিল্ম এ্যান্ড টিভি প্রোগ্রামের লেকচারার জনাব তুষার নবী খান।

এ প্রতিযোগিতায় বিজয়ী হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব জি.বি. জি.সন। দ্বিতীয় হন গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী জনাব শুভ্র দেবনাথ এবং তৃতীয় হন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলদেশ-এর শিক্ষার্থী জনাব রিয়াসাত আজিম তোহা।

পছন্দের আরো পোস্ট