উপাচার্যকে সর্বত্মাক অসহযোগিতার ঘোষণা বেরোবি কর্মকর্তাদের
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দফা দাবিতে উপাচার্যকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগিতা করার ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স এসোসিয়েশন। সোমবার দুপুর ১১ টায় তারা উপাচার্য ড. একে এম নুর উন নবী কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে তা পূরণ করতে না মত পোষণ করলে তারা এ ঘোষনা দেন।
দাবিগুলো হলো, যোগ্য কর্মকর্তাদের আপগ্রেডেশন/ প্রমোশন দ্রুত বাস্তবায়ন, পুলিশি মামলায় হয়রানির স্বীকার কর্মকর্তাদের বেতনভাতাদি প্রদান করে চাকুরি স্থায়ীকরণ এবং বেতন স্থগিত কর্মকর্তাদের স্বপদে বহাল রেখে বেতন চালু করা।
কর্মকর্তারা অভিযোগ করেন, উপাচার্য বিভিন্ন কারন দেখিয়ে দীর্ঘদিন থেকে কর্মকর্তাদের আপগ্রেডেশন/ প্রমোশন দেয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বারবার ভঙ্গ করেছেন। সিন্ডিকেটে মিথ্যা তথ্য দিযে পুলিশের দায়েরকৃত অজ্ঞাতনামা মামলা সংশ্লিষ্টতা দেখিয়ে কর্মকর্তাদের বেতন স্থগিত, আপগ্রেডেশন প্রাপ্ত পদে স্থায়ী ও শুন্যপদে পদায়ন রহিত করেছেন।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি গোলাম ফিরোজ বলেন, এসব দাবি নিয়ে বারবার উপাচার্যের কাছে গেলেও তিনি শুধু আপগ্রেডেশন বা প্রমোশন নীতিমালা রিভিউ করার নামে কালক্ষেপণ করেন। এ পর্যন্ত তিন বার আপগ্রেডেশন বা প্রমোশন নীতিমালা রিভিউ করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে দাবি আদায় না হলে আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সিন্ডিকেট প্রতিহত করা হবে বলে জানিয়েছেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুল হক। তিনি বলেন, তিন তিন বার আপগ্রেডেশন বা প্রমোশন নীতিমালা রিভিউ করার নামে কালক্ষেপণ করার পর উপাচার্য এখন নতুন নীতিমালা আগামী সিন্ডিকেটে পাশ করার পায়তারা করছে। আমাদের দাবির বিষয়ে কোনো উদ্যোগ গ্রহন না করলে আসন্ন সিন্ডিকেট প্রতিহত করা হবে।
বিষয়টি নিয়ে উপাচার্য ড. এ.কে.এম. নুর উন নবী এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যাস্ত আছেন বলে জানান। ##