ঢাবি সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. আল-আমীন চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া, নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. এহসানুল আবেদীন রানার আপ হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

Post MIddle

বিকালে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এ সময় সূর্যসেন হলের আবাসিক শিক্ষক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মোট ২০টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।##

পছন্দের আরো পোস্ট