সংসার
সংসার
——————————————————————————————————————————————নাজমা পারভিন
সংসার কাকে বলে
কত প্রকার কি কি
বাংলাদেশের পুরুষেরা
জানো কি তার সিকি ?
সপ্তাহ শেষে বাজার করে
মেটাও সকল দায়
ভাবটা এমন সপ্তাহ জুড়ে
আর কোন কাজ নাই !!
ময়লা কাপড় ফেলে রাখো
তোমরা কার আশায় ?
ঘুম ছাড়া কি আর কোন কাজ
নেই কো তোমার বাসায় ?
টাকা সে তো বউ ও কামায়
এটাই কি সব বল ?
এই অজুহাত দেখিয়ে তুমি
রাজার মত চল !!
বউ ও তোমার মানুষ ও ভাই
ভুলে গেলে নাকি !!
আর কতকাল পুরুষ তুমি
দিয়ে যাবে ফাকি ??