
ইস্টার্ন ইউনিভার্সিটি’তে নবীনবরণ অনুষ্ঠিত
ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) এর ‘স্প্রিং ২০১৭’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরন আজ (২২ জানুয়ারি ২০১৭) রবিবার ধানমন্ডিস্থ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান ও আলিফ গ্রুপের চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল খায়ের চৌধুরী, মোহাম্মদ আলী আজ্জম ও অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ সিদ্দীক হোসাইন, ডীন, এডভাইজার, রেজিস্ট্রার, চেয়ারপার্সন, এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।