ইউজিসি চেয়ারম্যানের সাথে নটিংহাম ইউনিভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাৎ
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে ইউনিভার্সিটি অব নটিংহাম, মালয়েশিয়া’র এক প্রতিনিধি দল আজ (২২জানুয়ারী ) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ইউজিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে সিইডিপি বাস্তবায়ন করবে যার মূল লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের টিচিং, লার্নিং এবং গভর্নেন্স-এর মানোন্নয়ন করা।
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর অধীনে ইউনিভার্সিটি অব নটিংহাম, মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অধিভুক্ত কলেজসমূহের শিক্ষকদের টিচিং এবং লার্নিং এর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে বর্তমান সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলশ্রুতিতে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর বলিষ্ঠ নেতৃত্বে ইউজিসি সিইডিপি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। ইউজিসি চেয়ারম্যান সিইডিপি একটি সফল ও অর্থবহ প্রকল্প হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. হারুন-অর-রশিদ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রফেসর ফন সিম অং, ভাইস-প্রোভোস্ট (টিচিং এন্ড লার্নিং), প্রফেসর গ্যানাকুমারান সুব্রামানিয়াম, হেড অব স্কুল, স্কুল অব এডুকেশন, ইউনিভার্সিটি অব নটিংহাম, মালয়েশিয়া, মোঃ জাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), সিইডিপি ও আসাবুর রহমান, কনসালটেন্ট, বিশ্বব্যাংক-বাংলাদেশ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।