বেরোবি ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম পুণর্মিলনী অনুষ্ঠান সফল করতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত। শুক্রবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরীয়াতে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্ত্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পদক ইয়াজ আল রিয়াদ, বিশেষ অতিথি হিসাবে সহ-সম্পাদক জায়েদ বিন জলিল উপস্থিত ছিলেন। এছাড়া এতে এ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পুণর্মিলনী সফল করতে সারা দেশ হতে ছাত্রলীগের নেতা কর্মীদের ঢাকায় যাতায়াতের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন এ দুই নেতা।#
আরএইচ