স্টামফোর্ডে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গতকাল (১৮ জানুয়ারি, ২০১৭) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

Post MIddle

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদূদ ইলাহী। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর-এর অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহিত কামাল ও ড. ম্যাক ইউরি। এছাড়া আরও উপস্থিত ছিলেন রবিনহুড খ্যাত বাংলাদেশ এনিমেল সোসাইটির সভাপতি আফজাল খান।

স্টামফোর্ডের শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এরপর ক্লোজআপ তারকারা সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র রাখিল খন্দকার।

পছন্দের আরো পোস্ট